HISTORY

HISTORY OF FOUNDER

পীর কোমল শাহ সুফী আশেক রসুল নূরমহম্মদ (রঃ)-এর জীবনী

মরহুম আলহাজ সুফী নূর মহম্মদ (রঃ), যিনি ‘ফিকির সাহেব’ নামে ব্যাপক ভাবে পরিচিত ছিলেন, একজন অসাধারণ সাধক, ইসলামিক জীবনধারার উজ্জ্বল দৃষ্টান্ত এবং সমাজসেবী। তাঁর সাধনা, নৈতিকতা, এবং মানবকল্যাণে নিবেদিত জীবন তাঁকে সাধারণ মানুষ থেকে আলেম সমাজ পর্যন্ত সকলের হৃদয়ে একজন ওলী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর ৯২ বছরের জীবন ছিল ঈমান, আমল, এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য অবিরাম সাধনার এক অনন্য নিদর্শন। দক্ষিণ চব্বিশ পরগণার মথুরাপুর থানার মাদার পাড়ার এই মহৎ ব্যক্তির জীবনী নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো।

জন্ম ও পারিবারিক পটভূমি

সুফী নূরমহম্মদ ফিকির সাহেব (রঃ) ১৩০৬ সালে (১৯০০ ইংরেজি) পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার মহকুমার মথুরাপুর থানার ৯নং শম্ভুরপুর অঞ্চলের মাদার পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর দাদা সূফী ইউসুফ মোল্লা। তাঁর পিতা সুফী খেরাজ মোল্লা ছিলেন একজন চরিত্রবান ও ইসলামিক আদর্শে দীক্ষিত ব্যক্তি। তাঁর মাতা মবিরুন বিবি ছিলেন একজন পর্দানশীন, নেককার ও মহিয়সী নারী। তাঁর নানা সুফী মোজাহাদুল হক মীর এবং মামা হাফেজ কারী মোহাম্মদ খাদেম আলী মীর ছিলেন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি। মামা খাদেম আলী মীরই তাঁকে ‘ফিকির সাহেব’ উপাধি প্রদান করেন।

ফিকির সাহেবের বংশ ছিল মুসলিম শাসনকালে উচ্চ মর্যাদা সম্পন্ন ইসলামি পরিবার। পিতা-মাতা ও পূর্বপুরুষদের ইসলামিক আদর্শ তাঁর জীবনের ভিত্তি গঠনে গভীর প্রভাব ফেলে। এই পবিত্র পারিবারিক পটভূমি তাঁর জীবনের উজ্জ্বলতার জন্য একটি শক্তিশালী বুনিয়াদ হিসেবে কাজ করে।

শিক্ষা ও বাল্যজীবন

ফিকির সাহেব (রহঃ) এঁর শিক্ষাজীবন শুরু হয় তাঁর পিতা-মাতার কাছ থেকে প্রাপ্ত ইসলামিক নৈতিক শিক্ষা যা তাঁর জীবনের মূল ভিত্তি গঠন করে। তিনি প্রাথমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন...

CO-FOUNDER HISTORY

মাওলানা আব্দুর রহিম মোল্লা (রহঃ) এর জীবনী

মাদারপাড়া মাদ্রাসার প্রকৃত রূপকার মরহুম আব্দুর রহিম সাহেব (রহঃ)

ঢোলা তথা দক্ষিণ ২৪ পরগণা জেলায় ১৯৭৫ সালে মরহুম ফিকির সাহেব রহঃ এঁর হাত ধরে ফুরফুরা সিলসিলার সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেই প্রদীপের আলো এলাকার চারিদিকে ছড়িয়ে দিতে মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব (রহঃ) অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত রূপ দান করেন।

জন্ম ও বংশ পরিচয়

ফিকির সাহেব রহঃ এঁর পরিবারে এক নতুন নক্ষত্রের উদয় হয় ১লা জানুয়ারি, ১৯৬০ সালে। তিনি সকলের প্রিয় মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব (রহঃ)। তিনি ছিলেন জনাব ফিকির সাহেব (রহঃ) এঁর মেজ পৌত্র (নাতী)।

শিক্ষা গ্রহণ

জনাব ফিকির সাহেব রহঃ এর প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি না করলেও তিনি নিজের পৌত্রদের শিক্ষা অর্জনের জন্য বেশী বেশী উৎসাহিত করতেন। মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব (রহঃ) এর শিক্ষা জীবন শুরু হয় দাদার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে। পরে তিনি উলুবেড়িয়া দারুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা (হাওড়া জেলা) থেকে আলিম (মাধ্যমিক সমতুল) ও ফাজিল (উচ্চ মাধ্যমিক সমতুল) সম্পন্ন করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য কলকাতায় পাড়ি দেন। তিনি কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় (আলিয়া মাদ্রাসা, কলকাতা) থেকে গ্রাজুয়েট হন। অতঃপর তিনি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে।

ইলমে তাসাউফ

আপন দাদার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেন। এরপর ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা (রহঃ) আধ্যাত্মিক শিক্ষা নিয়েছিলেন। পরে পীর আবুইব্রাহিম সিদ্দিক (রহঃ) এঁর হাতে বায়াত গ্রহণ করেন। এবং তিনি আধ্যাত্মিক শিক্ষার যাবতীয় দিকগুলি শিক্ষা দিতেন। পরবর্তীতে মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব (রহঃ)-কে পীর আবুইব্রাহিম সিদ্দিক (রহঃ) খিলাফত দান করেন। মরহুম পীর আবুইব্রাহিম সিদ্দিক (রহঃ) তাঁর জীবদ্দশায় প্রতিবছর মাদ্রাসার বার্ষিক ১৮ই ফাল্গুন ইসালে সওয়াবে উপস্থিত থাকতেন।

সমাজের উজ্জ্বল নক্ষত্র

এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নানান ধরনের সামাজিক সম্প্রীতির বার্তা দিয়ে থাকতেন। তিনি দাতব্যালয় থেকে দোয়া ও তাবিজ এর মাধ্যমে চিকিৎসা করতেন।

নক্ষত্রের পতন

এই মহান সমাজ সেবক ৮ই ডিসেম্বর, ২০২২, বৃহস্পতিবার, রাত ১১:১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ধরাধাম থেকে পর্দা নেন, (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। পরেরদিন শুক্রবার বেলা ২:৩০ মিনিটে জানাজার নামাজ সম্পন্ন হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তাঁর জানাজায় উপস্থিত হতে দেখা গিয়েছে।